কাক ও নাইটিঙ্গেল

ছোট্ট পাখি নাইটিঙ্গেল। কিন্তু তার গানের গলা অসাধারণ। সবাই নাইটিঙ্গেলের গান খুব পছন্দ করে।

একদিন একটি কাক উড়তে উড়তে শুনতে পেলো, দুইটি লোক নাইটিঙ্গেলের গানের অনেক প্রশংসা করছে।

হিংসা হলো কাকের। সে দ্রুত অন্য কাকদের সাথে মিটিং ডাকলো। মিটিং শেষে তারা একসাথে পাখির রাজা ঈগলের কাছে গেলো।

বললো, “মহারাজ ঈগল, আমরা আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি।”

ঈগল জানতে চাইলো, “কী অনুরোধ, কাক দল?”

কাক দল বললো, “আমরা চাই, কাকদের ‘গানের সম্রাট’ উপাধি দেওয়া হোক।”

ঈগল রাজি হলো এবং সবাইকে জানিয়ে দিলো, কাকদের এখন থেকে ‘গানের সম্রাট’ বলা হবে।

খুশিতে কাক দল সারাক্ষণ কারণে অকারণে “কা-কা! কা-কা!!” করতে লাগলো। কিন্তু কাকের ডাক শুনে কেউ খুশি হচ্ছিলো না।

উল্টা সকলে বিরক্তি হচ্ছিলো। তাই প্রশংসা পাওয়ার জন্য কাক সমাজ ফলাও করে সবাইকে তাদের “গানের সম্রাট” উপাধির কথা বলছিলো।

কাক সমাজকে এমন উপাধি দেওয়া হয়েছে শুনে বিরক্তির মধ্যেও সকলে হো হো করে হেসে উঠলো। সকলের এমন আচরণে কাক সমাজ বেশ লজ্জিতবোধ করলো।

অতঃপর তারা আবার ঈগলের কাছে গেলো। তাদের দুঃখের কথা ঈগলকে খুলে বললো।

কাকদের কথা শুনে ঈগল বললো, “তা তো হবেই। তোমাদের জন্য ‘গানের সম্রাট’ উপাধিটা তো একদমই ঠিক নয়। কারণ তোমাদের কণ্ঠ অনেক কর্কশ।”

কাকরা নিজের ভুল বুঝতে পারলো এবং তাদের উপাধি ফিরিয়ে নিলো।

শিক্ষা: সবার সবধরনের গুণ থাকেনা