কাজ আর কথা

সক্রেটিস একজন প্রখ্যাত দার্শনিক ছিলেন। তাঁর জন্যে একটা বাড়ি তৈরি হয়েছিল। বাড়িটা ছিল যেমনি ছোট, তেমনি নিরাভরণ, আর বাড়িটায় আসবাব ও জিনিসপত্রও কিছু ছিল না।

অতো বড় নামকরা লোকের একটা তুচ্ছ বাড়ি দেখে একটা লোক আর চুপ করে থাকতে না পেরে সক্রেটিসের সামনেই মন্তব্য করল, “আপনার মত এমন পৃথিবী বিখ্যাত লোকের কিনা এইরকম একটা বাড়ি? ছিঃ ছিঃ৷”

সক্রেটিস হেসে বললেন, “তাতে কী হয়েছে—আমার সত্যিকারের শুভানুধ্যায়ী বন্ধুরাই তো এটাকে সুন্দর সুন্দর আসবাবপত্র দিয়ে সাজিয়ে বাসযোগ্য করে তুলতে পারেন।”

উপদেশ: মুখে নয়, কাজেই প্রকৃত বন্ধুর পরিচয়।