একদা এক গ্রামে এক গরীব কাঠুরে বাস করতো। তার সাত সন্তান ছিলো। কাঠুরের খুব খারাপ সময় যাচ্ছিলো, কাঠ কেটে বেশি টাকা আয় করতে পারছিলো না সে।
তাই কাঠুরে ও তার স্ত্রী একদিন সিদ্ধান্ত নিলো, তাদের সন্তানদের তারা গ্রামের পাশের জঙ্গলে রেখে আসবে।
কাঠুরে বললো, “জঙ্গলে থাকলে আমাদের সন্তানদের কিছু না কিছু খাবারের জোগাড় হয়েই যাবে। কিন্তু আমাদের সাথে থাকলে তাদের না খেয়ে মরতে হবে।”
কাঠুরে এক সন্তান, টম এই কথোপকথন শুনে ফেললো। বেশ ভয় পেলো সে। টম তৎক্ষণাৎ কিছু পাথরের টুকরা জোগাড় করে রাখলো।
পরদিন সকালে কাঠুরে ও তার স্ত্রী যখন সন্তানদের জঙ্গলে রাখতে যাচ্ছিলো তখন টম পাথরের টুকরাগুলো পথে ছিটিয়ে দিলো।
পরবর্তীতে পাথরগুলো অনুসরণ করে সে ভাইবোনদের নিয়ে বাসায় ফিরে আসলো। পরেরদিন কাঠুরে ও তার স্ত্রী আবার সন্তানদের জঙ্গলে রাখতে গেলো।
সেইদিন জঙ্গলে যাওয়ার আগে টম কোনো পাথর জোগাড় করতে পারলো না। তাই কাছে থাকা একটি রুটি টুকরা টুকরা করে সে পথে ছিটিয়ে দিলো।
কিন্তু পশুপাখিরা সেই রুটির টুকরাগুলো খেয়ে ফেললো। আর বাড়ি ফেরা হলো না টম ও তার ভাইবোনদের।
সন্তানদের জঙ্গলে রেখে ফেরা মাত্রই এক কাঠ ব্যবসায়ী কাঠুরের বাসায় এসে কাঠুরের পাওনা টাকা পরিশোধ করলো। খুব খুশি হলো কাঠুরে ও তার স্ত্রী।
তারা দ্রুত তাদের সন্তানদের জঙ্গল থেকে বাসায় নিয়ে আসলো। এরপর তারা আবার একসাথে বসবাস করে লাগলো।
শিক্ষা: খারাপ সময়ে ধৈর্য ধরে থাকা উচিত