لْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي
আলহামদু লিল্লাা হিল্লাযি কাসাানী মাা উ ওয়াারী বিহী ‘আউরতী ওয়া আতা জামমালু বিহী ফী হায়াাতী
সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি আমাকে কাপড় পরিধান করাইয়াছেন, এই কাপড় দ্বারা আমি আমার ছতর ঢাকি এবং আপন জিন্দেগিতে উহা দ্বারা সাজসজ্জা হাসিল করি। (মুস্তাদরাকে হাকিম হাঃ ৪/১৯২; মুসনাদে আহমদ হাঃ ১/৪৪)