কাপুরুষ

একদা দুই জন সৈনিক এক সঙ্গে পথে চলছিল। যেতে যেতে তাদের সামনে পড়ল এক বিখ্যাত ডাকাত। ডাকাতকে দেখামাত্র একটা সৈনিক পালিয়ে গেল।

আর একজন ডাকাতের সঙ্গে লড়াই করে যখন তাকে ধরাশায়ী করে ফেলল, তখন যে সৈনিকটি পালিয়ে গেছিল সে এগিয়ে এসে খাপ থেকে তলোয়ার বের করে বললো-

“দাঁড়াও, আমি ওকে শায়েস্তা করে দিচ্ছি। ও জানে না কাদের সঙ্গে লাগতে এসেছে।”

এই কথা শুনে যে লড়াই করছিল সে বলল, “তুমি যা বলছ তা তোমার আগে বলা উচিত ছিল। আগে শুনতে পেলে, তুমি খাঁটি কথা বলছ মনে করে আমি মনে আরও জোর পেতাম।

এখন তুমি তোমার মুখ বন্ধ করে তোমার তলোয়ারটা খাপে ঢোকাও। ও দু’টো কোনোটারই আর প্রয়োজন নেই।

যারা তোমায় চেনে না, জানে না তুমি বরং তাদের কাছে গিয়ে বীরত্ব ফলাও। ডাকাত দেখে যে বিক্রম নিয়ে তুমি পালিয়ে গেছিলে তা দেখেই তোমার বীরত্ব আমি বুঝে নিয়েছি।”

উপদেশ: যারা বড় বড় কথা বলে, কাজের সময় পগার পার হয়ে যায়।