একদা মিডাস নামের এক সম্পদশালী ও ক্ষমতাবান রাজা ছিলেন। যদিও তাঁর অনেক অর্থসম্পদ ছিলো কিন্তু সে আরো সম্পদশালী হতে চাইতেন।
তাই একদিন তিনি এক মনীষীর কাছে গেলেন এবং বললেন, “গুরুদেব, আমাকে এমন কিছু ক্ষমতা দেন যেনো আমি আরো সম্পদশালী হতে পারি।”
মনীষী তাকে বর দিলেন। বললেন, “আজ থেকে তুমি যা ধরবে তা-ই সোনা হয়ে যাবে।” রাজা মিডাস অনেক খুশি হলেন।
কিন্তু বিপত্তি ঘটলো অন্যখানে। রাজা যখন খেতে বসলেন তখন খাবারগুলো ধরা মাত্রই সেগুলো সোনাতে রূপান্তরিত হয়ে গেলো।
মিডাস নিজের ভুল বুঝতে পারলেন। তিনি আবার মনীষীর কাছে গেলেন। বললেন, “গুরুদেব, আমার এত অর্থসম্পদের প্রয়োজন নেই। দয়া করে আমাকে স্বাভাবিক করে দিন।”
মনীষী তাকে স্বাভাবিক করে দিলেন। এরপর তিনি আর কোনোদিন অতিরিক্ত অর্থসম্পদের আশা করেননি।
তাঁর কোষাগারে যেই অর্থসম্পদ ছিলো সেগুলো নিয়েই তিনি সুখেশান্তিতে দিন কাটাতে লাগলেন।
শিক্ষা: অর্থসম্পদ দিয়ে সুখ কেনা যায়না