বহুবছর আগে একদিন বাতাস একটি বিশাল তৃণভূমির উপর দিয়ে উড়ে যাচ্ছিলো। দেখলো, তৃণভূমিতে কোনো ফুল নেই। বেশ প্রাণহীন লাগছে তৃণভূমিটা।
উড়তে উড়তে বাতাস কিছু ফুলের কাছে গেলো। তাদেরকে প্রাণহীন তৃণভূমিতে আসতে অনুরোধ করলো।
কিন্তু তারা আসতে চাইলো না। কেউ ভয় পাচ্ছিলো ফাঁকা তৃণভূমিতে তাদের পাপড়িগুলো সহজেই ঝরে যাবে, আবার কেউ নিজের বাসা ছেড়ে অন্য জায়গায় যেতে চাচ্ছিলো না।
হতাশ হলো বাতাস। এমন সময় সাদা-নীল ডেইজি ফুল বললো, “আমি যাবো। আমাকে নিয়ে চলো।”
বাতাস তাকে সেই তৃণভূমিতে উড়িয়ে নিয়ে গেলো। অল্প কিছুদিনেই পুরো তৃণভূমি ডেইজি ফুলে ভরে গেলো। প্রাণহীন তৃণভূমি প্রাণ ফিরে পেলো।
এরপর থেকে ডেইজি ফুলকে কুইন অব মিডো অর্থাৎ তৃণভূমির রাণী বলা হয়।
শিক্ষা: নতুন কিছু করার সুযোগ আসলে তা গ্রহণ করা উচিত