এক গ্রামে এক কৃষক বাস করতো। তার ৪ ছেলে ছিলো। প্রথম তিন ছেলে বেশ অলস হলেও ছোট ছেলেটি অনেক কর্মঠ ছিলো।
একদিন কৃষক তাদের সবাইকে কিছু জায়গা দিলো এবং বললো, “এই জায়গাগুলোতে তোমাদের বাসা বানাতে হবে।” বাবার কথা মতো ৪ ভাই বাসা বানাতে লাগলো।
কৃষকের বড় ছেলে মাটির বাড়ি বানালো, মেজো ছেলে খড়ের ঘর বানালো, সেজো ছেলে মাটি ও কাঠ দিয়ে বাড়ি বানালো আর ছোট ছেলে বাড়ি বানালো ইট, সিমেন্ট দিয়ে।
বাড়ি বানানো শেষে কৃষকের ছেলেরা তাকে তাদের বাসা দেখতে ডাকলো। বড় ছেলের বাসা দেখে কৃষক বললো, “বন্যা হলেই এই বাসা ভেঙে যাবে।”
মেজো ছেলের বাসা দেখে কৃষক বললো, “একটু জোরে ঝড় হলেই তোমার বাসা উড়ে যাবে।”
সেজো ছেলের বাসা দেখে বললো, “তোমার বাসাটা মোটামুটি মজবুত আছে।”
অবশেষে ছোট ছেলের বাসা দেখে কৃষক বললো, “এই বাসাটা সবচেয়ে মজবুত হয়েছে। যেকোনো পরিস্থিতিতে এই বাসায় নিশ্চিন্তে বসবাস করা যাবে।”
এবার কৃষক তার চার ছেলের উদ্দেশ্যে বললো-
“বুঝলে বাবারা, আমরা যেমন পরিশ্রম করবো তেমনই ফল পাবো। তোমাদের ছোট ভাই সবচেয়ে বেশি পরিশ্রম করেছে তাই সে সারাজীবন আরামে থাকতে পারবে। তোমরা বেশি পরিশ্রম করোনি তাই প্রতি বছর তোমাদের নতুন করে বাসা বানাতে হবে।”
কৃষকের বড় তিন ছেলে এই শিক্ষাটা গ্রহণ করলো এবং তারাও পরিশ্রমী হয়ে উঠলো।
শিক্ষা: যেমন কর্ম তেমন ফল