কেউ তোমাকে কোনো উপহার দিলে তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি তাকে ধন্যবাদ জানাব।সম্ভাব্য উত্তর ২: আমি তাকে বলব, “আমি সত্যিই অনেক খুশি হয়েছি, ধন্যবাদ।”সম্ভাব্য উত্তর ৩: আমি তাকে বলব, “ধন্যবাদ, উপহারটি আমার পছন্দ হয়েছে।”সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ মনে করো, তোমার কোনো ভুলের জন্য তুমি লজ্জিত। এক্ষেত্রে তুমি কী করবে? আকাশ নীল কেন? মনে করো, তোমার প্রিয় টিভি শো আজকে প্রচার হলো না। তুমি কীভাবে এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াবে? তোমার বন্ধু কাউকে হিংসা করলে তুমি কী করবেন?