কেউ তোমাকে কোনো উপহার দিলে তুমি কী করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি তাকে ধন্যবাদ জানাব।

সম্ভাব্য উত্তর ২: আমি তাকে বলব, “আমি সত্যিই অনেক খুশি হয়েছি, ধন্যবাদ।”

সম্ভাব্য উত্তর ৩: আমি তাকে বলব, “ধন্যবাদ, উপহারটি আমার পছন্দ হয়েছে।”