কেউ ভুল করে তোমার ব্লক টাওয়ার ফেলে দিলে তুমি কী করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি লম্বা শ্বাস নিয়ে গভীরভাবে শ্বাস ছাড়ব এবং নিজেকে শান্ত করব। এরপর আবার টাওয়ার বানাতে শুরু করব।

সম্ভাব্য উত্তর ২: আমি তাকে পরেরবার সতর্ক থাকতে অনুরোধ করব।

সম্ভাব্য উত্তর ৩: আমি তার সাহায্য নিয়ে আবার ব্লক টাওয়ারটি তৈরি করব।