একদা এক দেশে এক তরুণ বাস করত। তার নাম ছিল পুকোস। সে ছিল ভবঘুরে আর উড়নচন্ডী।
পুকোস কিছু পৈতৃক বিষয় সম্পত্তি পেয়েছিল। কিন্তু সে সব ফুঁকে উড়িয়ে দিয়েছিল অল্পদিনের মধ্যেই। অবশেষে তার ওড়াতে বাকী ছিল পরনের শুধুমাত্র একটা জামা।
একবার একটা সোয়ালো পাখি কি করে যেন বসন্তকাল আসার আগেই তার নজরে এল। তাকে দেখে উড়নচন্ডী তরুণটি মনে করল এই তো গরম কাল এসে গেল, আর জামার দরকার কি?
এই ভেবে সে জামাটাও বেঁচে দিল ।
এরপর যথারীতি শীত জেঁকে বসল। চারিদিক অমনি বরফে ছেয়ে গেল। তরুণটি পথে যেতে যেতে দেখল সেই সোয়ালোটা ঠাণ্ডায় জমে মরে পড়ে রয়েছে।
তরুণটি তাকে ঐ অবস্থায় দেখেই বলে উঠল, “হতভাগা, তুইও মরলি, আর আমাকেও মেরে গেলি!”
উপদেশ: সময় বুঝে সব কাজ করতে হয়। না হ’লে পদে পদে বিপদে পড়তে হয়।