একদা এক রাজ্যে একজন রাজা ছিলেন। তাঁর একজন কোচ ছিলেন, নাম হ্যারি। হ্যারি ছবি আঁকতে বেশ ভালবাসতেন।
তাই রাজাকে কোচিং করানোর ফাঁকে ফাঁকে সবসময়ই তিনি ছবি আঁকতেন। একদিন বোন ম্যারির কথা খুব মনে পড়ছিলো হ্যারির তাই তিনি ম্যারির একটি ছবি আঁকলেন।
প্রতিদিন ঘুমানোর আগের হ্যারি ম্যারির ছবির সাথে গল্প করতেন। তাঁর সারাদিনের ঘটনা তিনি বলতেন ম্যারির ছবিকে।
প্রতি রাতে হ্যারির ঘরে থেকে কথা বলার শব্দ শুনে রাজপ্রাসাদের সকলে হ্যারির দরজার ফাঁক দিয়ে উঁকি দিতো। উঁকি দিয়ে সবাই শুধু ম্যারির চেহারাই দেখতে পেতো।
তাই রাজপ্রাসাদের সবাই ভাবতো, হ্যারির ঘরে প্রতি রাতে একটি সুন্দরী মেয়ে আসে। ধীরে ধীরে একথা রাজার কানে পৌছালো।
সত্যতা জানতে রাজা একদিন হ্যারির ঘরে গেলেন এবং জিজ্ঞেস করলেন, “কোচ, সকলের অভিযোগ, প্রতি রাতে আপনি একটি মেয়ের সাথে কথা বলেন। কে সেই মেয়ে?”
“মহারাজ, প্রতি রাতে আমি আমার বোনের ছবির সাথে কথা বলি।”, একথা বলে হ্যারি রাজাকে তাঁর আঁকানো ম্যারির ছবিটি দেখালেন।
ম্যারিকে দেখে রাজার বেশ পছন্দ হলো। রাজা বললেন, “আপনাদের সম্মতি থাকলে আমি ম্যারিকে বিয়ে করতে চাই।”
হ্যারি বললেন, “মহারাজ, এ তো আমাদের সৌভাগ্য। আমাদের কোনো আপত্তি নেই।”
ম্যারির সাথে মহারাজের বিয়ে হলো। ম্যারি রাণী হওয়ার পরে হ্যারিকে আর কোচের চাকরি করতে হলো না। তাই তিনি সারাদিন মনের সুখে ছবি আঁকতে লাগলেন।
শিক্ষা: যারা ভালো কাজ করে এবং নিজের উপর ভরসা রাখে তাদের সফলতা আসবেই