কোথাও আগুন দেখলে তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি দ্রুত বড়দের কাউকে বিষয়টি জানাব।সম্ভাব্য উত্তর ২: আমি দ্রুত সেখান থেকে দূরে কোথাও সরে যাব।সম্ভাব্য উত্তর ৩: সম্ভব হলে ৯৯৯-এ কল দিয়ে আমি আগুনের ব্যাপারে জানাব এবং সাহায্য চাইব।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ আকাশ নীল কেন? চাঁদে কেন পায়ের ছাপ থেকে যায়? টয়লেট ব্যবহারের পর তুমি কী করবে? পৃথিবী গোল কেন হয়েছে কিন্তু বর্গাকার নয়?