খেলা শেষ হলে তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি আমার খেলনাগুলো খেলনার ঝুড়িতে গুছিয়ে রাখব।সম্ভাব্য উত্তর ২: বাবা-মায়ের হেল্প নিয়ে আমি খেলনাগুলো খেলনার ঝুড়িতে গুছিয়ে রাখব।সম্ভাব্য উত্তর ৩: আমি দেখব সব খেলনা আমি নির্দিষ্ট জায়গায় রেখেছি কি না। এরপর অন্য কোনো কাজ করব। সম্পর্কিত পরিস্থিতি বিষয়ক সমূহ See More তোমার বন্ধু কাউকে হিংসা করলে তুমি কী করবেন? মনে করো, তুমি ক্ষুধার্ত। কীভাবে তুমি বড়দেরকে বিষয়টি জানাবে? তোমার কোচ তোমাকে নতুন স্কিল শিখতে বললে তুমি কী করবে? ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে তুমি কী করবে? কেউ ভুল করে তোমার ব্লক টাওয়ার ফেলে দিলে তুমি কী করবে? টয়লেট ব্যবহারের পর তুমি কী করবে? কোথাও আগুন দেখলে তুমি কী করবে? তোমার প্রিয় খেলনা খুঁজে না পেলে তুমি কী করবে? নিজে নিজে জুতা পরতে তুমি কী করবে? মনে করো, তোমাকে মিউজিক তৈরি করতে বলা হয়েছে। তুমি কীভাবে মিউজিক তৈরি করবে?