গর্বিত গোলাপ গাছ

বহুবছর আগে এক মরুভূমিতে একটি গোলাপ গাছ জন্মিয়েছিলো। সে তার সৌন্দর্য নিয়ে খুব গর্ববোধ করতো।

মরুভূমির গাছ ক্যাকটাস দেখতে গোলাপের মতো সুন্দর না বলে গোলাপ গাছ তাকে নিয়ে সবসময় হাসাহাসি করতো। আস্তে আস্তে গ্রীষ্মকাল আসলো।

রোদের তাপে এবং পানির অভাবে গোলাপ গাছ নেতিয়ে পড়লো। ফুলের পাপড়িগুলোও কালো হয়ে যেতে লাগলো। এক সময় আর উঠে দাঁড়ানোরই শক্তি থাকলো না।

কিন্তু ক্যাকটাসের কিছুই হলো না। ক্যাকটাস পানির ছাড়াও দিব্যি আগের মতো তরতাজা অবস্থায় দাঁড়িয়ে থাকলো মরুভূমির বুকে।

হঠাৎ একটি চড়ুই পাখি এসে ক্যাকটাস গাছে ঠোকর মেরে পানি খেতে লাগলো।

অসহায় গোলাপ গাছ প্রাণ বাঁচানোর জন্য ক্যাকটাসের কাছে একটু পানি ভিক্ষা চাইলো। দয়ালু ক্যাকটাস গোলাপ গাছকে পানি দিলো।

ক্যাকটাস গুণাগুণ ও মহত্ব দেখে গোলাপ গাছ বেশ লজ্জিত হলো এবং ক্যাকটাসের গাছে ক্ষমা চাইলো।

শিক্ষা: সকলের গুণের কদর করা উচিত