গাছের জন্য

গাছ কেটো না, গাছ মেরো না
গাছ আমাদের ভাই।
মন দিয়ে আজ শোনো সবাই
বলতে যেটুকু চাই
গাছের মতো এমন ভালো
বন্ধু বেশি নাই।
দেয় সে ছায়া, তারই জন্যে
শুদ্ধ হাওয়া পাই।