গাধা ও ঘাসফড়িং-এর গল্প

একদিন সকালে একটি গাধা ঘাস খাচ্ছিলো। খেতে খেতে সে দূরের একটি গাছ থেকে গানের সুর ভেসে আসতে শুনলো।

এত সুমধুর কণ্ঠ যে, গাধা আর নিজেকে আটকাতে পারলো না। গানের সুর অনুসরণ করে গাধাটি সেই গাছের কাছে পৌঁছালো।

দেখলো, একটি ফড়িং গান গাচ্ছে। গাধা ফড়িং-কে বললো, “ফড়িং ভাই, এত সুন্দর কণ্ঠ তুমি কীভাবে পেলে!?”

ফড়িং উত্তর দিলো, “আমি প্রতিদিন ভোরের শিশির খাই। আর কিছুই খাইনা।”

ফড়িং-এর কথা শুনে গাধা পরেরদিন থেকে ঘাস খাওয়া ছেড়ে দিলো। শুধুই সকালের শিশির খেতে লাগলো।

ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লো গাধা। অবশেষে, সে বুঝতে পারলো ঘাস খাওয়া ছেড়ে দেওয়া তার মোটেও ঠিক হয়নি।

ফড়িং-এর জন্য ভোরের শিশির কার্যকর হলেও তার জন্য ঘাসটাই বেশি কার্যকর।

শিক্ষা: সবার জন্য একই জিনিস উপকারী না-ও হতে পারে