অনেক বছর আগে টম লিয়ানো নামের এক নাবিক ছিলো। তার একটি স্টিলের নাবিক কোট ছিলো। সেই স্টিলের কোটের উপর অন্য নাবিকদের নজর ছিলো।
একদিন টম লিয়ানো সমুদ্রের পাশের এক সরাইখানায় গেলো। সেখানে অন্য নাবিকরাও খাওয়া-দাওয়া ও রাত্রি যাপন করতে আসতো।
সরাইখানার মালিক টম লিয়ানোকে খেতে দিলো এবং রাতে সেখানে থাকার ব্যবস্থা করে দিলো। ঘুমাতে গেলো টম লিয়ানো।
রাতে হঠাৎ টমের উপর আক্রমণ হলো। সরাইখানার মালিক খবর পেয়ে দ্রুত টম লিয়ানোর কক্ষে ছুটে গেলো।
দেখলো, টম লিয়ানোর কক্ষে কেউ নেই। ওর স্টিলের কোটটি মাটিতে পড়ে আছে। কোটের ভেতরের পকেটে সরাইখানার মালিক একটি ম্যাপ দেখতে পেলো।
ম্যাপটি সে তার বাবাকে দেখালো। ম্যাপ দেখে তার বাবা বললেন-
“এইটা গুপ্তধন দ্বীপের ম্যাপ। এই দ্বীপে অনেক গুপ্তধন আছে। এক কাজ করো, আমাদের বাবুর্চি বেশ বিশ্বস্ত। ওকে নিয়ে এই দ্বীপে যাও এবং গুপ্তধনগুলো উদ্ধার করে নিয়ে এসো।”
সরাইখানার মালিক বাবুর্চিকে নিয়ে গুপ্তধন উদ্ধার করতে গেলো। গুপ্তধন দ্বীপে গিয়ে বাবুর্চি সরাইখানার মালিকের উপর আক্রমণ করলো।
কিন্তু সরাইখানার মালিক বেশ বুদ্ধিমান ছিলো। এমন বিপদ হতে পারে ভেবে সে প্রথম থেকেই সতর্ক ছিলো।
তাই সহজেই সরাইখানার মালিক বাবুর্চিকে প্রতিহত করতে পারলো এবং গুপ্তধনগুলো নিয়ে ফিরে আসলো।
শিক্ষা: যেকোনো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত