এক গাড়োয়ান একদিন তার গোরুর গাড়িতে অনেক মাল বোঝাই করে গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছিলো।
ভারী বোঝা সমেত গাড়ি টানতে বলদ দু’টির খুবই কষ্ট হচ্ছিল কিন্তু এর জন্যে টু শব্দ বেরোচ্ছিল না বলদ দু’টির মুখ দিয়ে।
গাড়ির চাকা দু’টি কিন্তু নীরব ছিল না মোটেই—অবিরাম ক্যাচ কোঁচ আওয়াজ তুলে তার চালকের কান একেবারে ঝালাপালা করে তুললো।
একটু তেল দিলেই বুঝি ক্যাঁচর-কোঁচর বন্ধ হবে এই ভেবে গাড়োয়ান চাকায় চাকায় বেশ করে তেল লাগালো, তাতেও গাড়ির চাকার ক্যাঁচর-কোঁচর বন্ধ হল না।
এবার গাড়োয়ানটা খুব রেগে গেল। বললো, “হতভাগারা যারা এত কষ্ট করে এত মালসমেত গাড়িখানা টেনে নিয়ে যাচ্ছে তাদের মুখে টু শব্দটি নেই আর তোরা ক্যাঁচর-কোঁচর করে আমার কান ঝালাপালা করে দিলি?”
উপদেশ: অল্প পরিশ্রমে বেশি লাভের আশা করতে নেই।