বহু বছর আগে এক জঙ্গলে একটি ভালুক পরিবার বাস করতো। পরিবারে তিনজন সদস্য ছিলো। বাবা-মা ও ভালুক ছানা।
একদিন মা ভালুক সকলের জন্য পুডিং বানিয়ে রেখে বাহিরে গেলো। এই সময় গোল্ডিলকস নামে এক ছোট্ট মেয়ে তাদের বাসায় আসলো।
টেবিলে পুডিং রাখা দেখে সব পুডিং খেয়ে ফেললো সে। খাওয়া শেষে সে তিনটি চেয়ার দেখতে পেলো।
প্রথমে বাবা ভালুক ও পরে মা ভালুকের চেয়ারে বসলো গোল্ডিলকস কিন্তু আরাম পেলো না। অবশেষে ভালুক ছানার চেয়ারে বসে আরাম পেলো সে।
কিন্তু গোল্ডিলকস ভালুক ছানার চেয়ারে আয়েশ করে বসামাত্রই চেয়ারটি ভেঙে গেলো। ইতিমধ্যে গোল্ডিলকসের বেশ ঘুম পেয়েছিলো।
তাই সে সিঁড়ি দিয়ে উপরে উঠে ছোট ভালুকের বিছানায় ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর ভালুকরা বাসায় আসলো।
কেউ তাদের সব খাবার খেয়ে ফেলেছে, এইটা দেখে তারা খুব বিরক্ত হলো। ভালুক ছানা তার চেয়ার বসতে গিয়ে দেখলো তার চেয়ার কেউ ভেঙে দিয়েছে। কাঁদতে লাগলো সে।
কাঁদতে কাঁদতে নিজের ঘরে গিয়ে দেখলো গোল্ডিলকস তার বিছানায় ঘুমিয়ে আছে। ভালুক ছানা চিৎকার দিয়ে তার বাবা-মাকে ডাকলো।
ভালুক ছানার চিৎকারে গোল্ডিলকসের ঘুম ভেঙে গেলো। বিছানার সামনে ভালুকদের দেখে ভয় পেলো সে।
পড়িমরি করে সে বিছানা থেকে উঠে বাসার উদ্দেশ্যে এক দৌড় দিলো। বাসায় না পৌঁছানো পর্যন্ত আর পেছনে ঘুরে তাকালো না গোল্ডিলকস।
শিক্ষা: অন্যের ব্যক্তিগত স্থানে হস্তক্ষেপ করা ঠিক না