এক বনে একটি বামন থাকতো যার নাম স্টারক্যাপ। স্টারক্যাপের একটি বিশেষ ক্ষমতা ছিলো।
সে তার জাদুর কাঠির ছোঁয়ায় মুহূর্তের মধ্যে বাচ্চাদের ঘুম পাড়াতে পারতো। এভাবে বাচ্চাদের বাবা-মাকে সাহায্য করতে পেরে সে বেশ গর্ববোধ করতো।
যেহেতু স্টারক্যাপ বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য সামান্য একটু জাদু ব্যবহার করতো তাই এতে বাচ্চাদের কোনো ক্ষতি হতো না। এবং বাবা-মায়েরাও তাকে বেশ পছন্দ করতো।
স্টারক্যাপ বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় ২টি ছাতা নিয়ে যেতো। একটি লাল আরেকটি সবুজ।
কোনো বাচ্চা ঘুমের মধ্যে সুন্দর স্বপ্ন দেখতে চাইলে সে সবুজ ছাতাটা খুলে রাখতো। আর যদি কেউ স্বপ্ন দেখতে না চাইতো তাহলে লাল ছাতাটা খুলতো।
ধীরে ধীরে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়লো এবং সবাই তার কাছ থেকে এই সাহায্যটা নিতে থাকলো।
স্টারক্যাপ যতদিন বেঁচে ছিলো এভাবেই সবাইকে সাহায্য করেছিলো। তাইতো এখনো আমরা তাকে মনে করি।
শিক্ষা: ভালো কাজ করলে মানুষ তোমাকে ভালবাসবে