ছদ্মবেশী গাধা

একদা এক গ্রামের পাশে একটি বন ছিলো। সেই বনে একটি গাধা থাকতো। গাধাটি একদিন একটি বাঘের চামড়া পেলো।

বাঘের চামড়া পরে বাঘ সাজলো সে। বাঘ সেজে বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো গাধা। এমন সময় একটি ঘোড়া তাকে দেখলো।

গাধাকে বাঘ ভেবে ঘোড়াটি ভয়ে সেখান থেকে পালিয়ে গেলো। গাধা বেশ মজা পেলো। ভাবলো, “বাঘের চামড়া পরে গ্রামে গিয়ে লোকদের ভয় দেখালে আরো মজা হবে।”

বাঘ সেজে গ্রামে গেলো গাধা। গ্রামবাসী তাকে বাঘ ভেবে নিজ নিজ ঘরে বন্দী হয়ে থাকলো।

এই দৃশ্য দেখে গাধা এতই মজা পেলো যে, সে খুশিতে “রাসভ!” “রাসভ!!” বলে চিৎকার করতে লাগলো। গ্রামবাসী গাধার চালাকি বুঝে গেলো।

কিন্তু সেইদিন আর গাধাকে কিছু বললো না। পরেরদিন গাধা যখন বাঘ সেজে গ্রামে আসলো তখন গ্রামের লোকজন তাকে বেধড়ক পেটাতে লাগলো।

গাধা বুঝতে পারলো, এভাবে গ্রামবাসীকে ভয় দেখানো ঠিক হয়নি তার। তাই সে সকলের কাছে ক্ষমা চাইলো।

শিক্ষা: অন্যকে বিপদে ফেলতে হয়না