একদিন এক রাখাল নদীর পাশের এক চারণ ভূমিতে তার ছাগলদের চড়াতে নিয়ে গেলো। ছাগলদের চারণ ভূমিতে ছেড়ে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লো সে।
চারণ ভূমিতে ঘুরাফেরা করতে করতে এক বয়স্ক ছাগলের পিপাসা লাগলো। নদীতে পানি খেতে গেলো সে। নদীর কাছে যেতেই পা পিছলে নদীতে পড়ে গেলো বয়স্ক ছাগল।
অনেক চেষ্টা পরেও সে একা একা নদী থেকে উঠে আসতে পারছিলো না। প্রায় ডুবেই যাচ্ছিলো।
“আমাদের এক বন্ধু ডুবে যাচ্ছে। দয়া করে কেউ ওকে বাঁচান।”, এই বলে অন্য ছাগলরা সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো।
কিন্তু গভীর ঘুমে থাকায় রাখালটি ছাগলদের চিৎকার শুনতে পেলো না। কোনো সাহায্য না পেয়ে একটি ছাগল বললো-
“আমরা যদি একে অপরের লেজ কামড়ে ধরে একটি লম্বা চেইন তৈরি করি। তাহলে সে চেইনের সাহায্যে বয়স্ক ছাগলটিকে পাড়ে উঠিয়ে আনা সম্ভব।”
ছাগলটির কথামতো সকলে মিলে একটি চেইন তৈরি করলো। চেইনের সামনের ছাগলটি পানিতে নেমে বয়স্ক ছাগলের লেজ কামড়ে ধরে তাকে পাড়ে উঠিয়ে আনলো।
এভাবে ছাগলরা একত্রিত হয়ে তাদের বন্ধুর জীবন রক্ষা করলো।
শিক্ষা: অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত