ছাগলের লেজ

একদিন মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা তার এক প্রতিবেশীর বাসায় গেলেন। প্রতিবেশীর ছাগল হারিয়ে গেছে তাই তার মন খুব খারাপ ছিল।

প্রতিবেশী হোজ্জাকে তার হারানো ছাগল খুঁজতে সাহায্য করার অনুরোধ করল। যেহেতু হোজ্জা অন্যদের সাহায্য করতে পছন্দ করেন তাই এক কথাতেই তিনি রাজি হয়ে গেলেন।

দুইজনে মিলে ছাগল খুঁজতে লাগলেন। ক্ষেত, বন সব জায়গায় খুঁজলেন কিন্তু ছাগলের কোনো চিহ্নই তারা খুঁজে পেলেন না।

ছাগল খুঁজতে খুঁজতে তারা একটি বাজারে পৌঁছালেন যেখানে এক কসাই ছাগলের মাংস বিক্রি করছিল।

কসাইয়ের দোকানে ঝুলে থাকা একটি লেজের দিকে আঙুল তুলে প্রতিবেশী বলল, “ওটা তো আমার ছাগলের লেজের মতো দেখাচ্ছে!” কসাই এই অভিযোগে অপমানিত হলো এবং অভিযোগ অস্বীকার করল।

প্রতিবেশী হোজ্জার দিকে তাকিয়ে বারবার একই কথা বলতে লাগল, “হোজ্জা, আপনি একজন জ্ঞানী মানুষ। আপনিই বলুন, এটি আমার ছাগলের লেজ কি না?”

লেজের দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করে হোজ্জা বললেন, “হ্যাঁ, তুমি মনে হয় ঠিকই বলছ। এটি সম্ভবত তোমার ছাগলেরই লেজ। কিন্তু পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখি ছাগলের বাকি অংশ এসে এই লেজটি দাবি করে কি না।”

এ কথা শুনে বাজারের লোকজন হাসিতে ফেটে পড়ল। প্রতিবেশী বুঝতে পারলেন তার অভিযোগ কতটা অযৌক্তিক। কসাই মোল্লার বুদ্ধিমত্তায় খুশি হলো।

সেই দিন থেকে হোজ্জার প্রতিবেশী প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ করার ব্যাপারে সব সময় সতর্ক থাকত।