ছাগল বন্ধুদের গল্প

এক বনে দুই ছাগল থাকতো। তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিলো। তাদের বন্ধুত্ব দেখে বনের অন্য প্রাণীরা হিংসা করতো।

একদিন বনের অন্য প্রাণীরা সিদ্ধান্ত নিলো ছাগল বন্ধুদের মধ্যে ঝগড়া বাঁধাবে এবং তাদের বন্ধুত্ব নষ্ট করবে।

তাই তারা কাজের বাহানায় ছাগল বন্ধুদের বনের দুই প্রান্তে পাঠালো। সেইসাথে তাদের দুইজনকেই সন্ধ্যার মধ্যে বনে ফিরতে বললো।

বনের অন্য প্রাণীরা জানতো, ছাগল বন্ধুদের একটি চিকন ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে হবে। এবং ফেরার পথে ব্রিজে তাদেরকে একে অপরের মুখোমুখি হতে হবে।

যেহেতু ব্রিজটি চিকন তাই তারা একসাথে সেটা পার হতে পারবে না। মুখোমুখি থাকার কারণে ছাগল বন্ধুরা একে অপরের শিং-এ ধাক্কা খাবে।

ফলে তাদের মধ্যে মারামারি শুরু হবে এবং এভাবেই ছাগল বন্ধুদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে।

কিন্তু এমনটা হলো। ব্রিজ পার হওয়ার সময় এক ছাগল বন্ধু ব্রিজের উপর বসে পড়লো যেনো আরেক বন্ধু সহজেই লাফিয়ে তাকে পার হতে পারে।

এভাবেই তারা দুইজনেই সময়মতো বনে পৌছালো এবং তাদের বন্ধুত্বও অটুট থাকলো।

শিক্ষা: একে অপরের সাথে ঝগড়া করার চেয়ে একে অপরের সাহায্য করা বেশি সহজ