খেলনার শেলফের সবচেয়ে উপরের তাকে থাকতো সুন্দর একটি টাকা বাক্স। বাক্সটি এতই সুন্দর ছিলো যে সব খেলনা সারাক্ষণ তাকে ঘিরে ধরে থাকতো।
কেউ তার চারিদিকে ঘুরে ঘুরে নাচ করতো, কেউ বা তাকে গান শোনাতো। আবার কেউ কেউ তাকে গল্প বলে শোনাতো।
সকলের এমন ভালোবাসায় একদিন নিজের প্রতি বেশ অহংকার তৈরি হলো তার। সে সিদ্ধান্ত নিলো, পুরো পৃথিবী ঘুরে সে নিজের সৌন্দর্য দেখাবে।
তাই শেলফ থেকে নিচে নামার জন্য লাফাঝাপা করতে লাগলো। বাকি খেলনারা তাকে এমন করতে নিষেধ করলো।
বললো, “এমন করলে তুমি ব্যথা পাবে। তোমার ক্ষতি হতে পারে।” তবুও টাকার বাক্সটি একইভাবে লাফাঝাপা করতে থাকলো।
লাফাতে লাফাতে এক সময় সে শেলফ থেকে মাটিতে পড়ে গেলো এবং ভেঙে চুরমার হয়ে গেলো। তার আর পুরো পৃথিবী ঘোরা হলো না।
শিক্ষা: অহংকারের ফল ভালো হয় না