বহুকাল আগে এক শহরে এক দম্পতি বাস করত। তাদের একটি বড় বাগান ছিল। একদিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখলো, বাগানে একটি ছোট্ট বাঁশ গাছ হয়েছে।
গাছটির কাছে যেতেই বাঁশটি দুই ভাগে ভাগ হয়ে গেলো এবং ভেতর থেকে একটি ছোট্ট মেয়ে বেরিয়ে আসলো। মেয়েটির নাম ক্যামি।
মেয়েটিকে পেয়ে সেই দম্পতি বেশ খুশি হলো। তারা তাকে আদর যত্ন দিয়ে লালন পালন করতে লাগলো।
ধীরে ধীরে ক্যামি বড় হতে লাগলো। ক্যামির স্বাভাবিক বেড়ে ওঠা দেখে খুব খুশি হচ্ছিলো শহুরে দম্পতি।
হঠাৎ একদিন তারা জানতে পারলো, ক্যামি কোনো সাধারণ মেয়ে নয়। সে পরীদের মেয়ে এবং তাকে এখন পরীদের রাজ্যে ফিরে যেতে হবে।
একথা শুনে খুব মন খারাপ হলো শহুরে দম্পতির। কিন্তু ক্যামি তাদের আশ্বস্ত করে বললো, “তোমরা মন খারাপ করো না। আমি প্রতিদিন সন্ধ্যায় তোমাদের সাথে দেখা করতে আসব।”
ক্যামি তার কথামতো প্রতিদিন সন্ধ্যায় শহুরে দম্পতির সাথে দেখা করতে আসত এবং তাদের যা কিছু প্রয়োজন, তা তাদেরকে দিয়ে যেত।
প্রতিদিন ক্যামি সাথে দেখা করতে পেরে সেই দম্পতিরও আর মন খারাপ হত না। তাই তারা বরাবরের মতোই সুখেশান্তিতে জীবনযাপন করতে লাগলো।
শিক্ষা: যারা আমাদের খেয়াল রাখে তাদের প্রতি অনুগত থাকা উচিত