এক গ্রামে জনি নামের একটি ছেলে বাস করতো। সে অনাথ ছিলো। তার কোনো পরিবার ছিলো না। জনি আম খেতে খুব ভালোবাসতো।
তাই গ্রামের সবাই তাকে “আম পাগল” বলতো। একদিন জনি একটি আম গাছের নিচে বসে আম খাচ্ছিলো। খেতে খেতে সে একটি থলি পেলো।
থলির ভেতরে একটি কাগজ ছিলো। কাগজে লেখা ছিলো, “তুমি যা চাইবে, তা-ই পাবে।” প্রথমে জনি এক থলি টাকা চাইলো।
সাথে সাথে এক থলি টাকা চলে আসলো তার হাতে। এবার জনি একটি পরিবার চাইলো। এমন সময় সে দেখলো, দূরে একটি ভিক্ষুক বসে আছে।
জনি ভিক্ষুককে টাকার থলিটি দিয়ে সাহায্য করলো। কিন্তু এ কী কান্ড! সেই রাজ্যের রাজা এমন ভিক্ষুকের ছদ্মবেশ ধরে বসে ছিলেন এবং তাঁর হারিয়ে যাওয়া রাজপুত্রকে খুঁজছিলেন।
জনিকে দেখে রাজার চোখ আনন্দে ছলছল করে উঠলো। রাজা জনিকে জড়িয়ে ধরে বললেন, “আমার হারিয়ে যাওয়া রাজপুত্র!! এতদিন তুমি কোথায় ছিলে, বাবা!!”
পরিবার পেয়ে জনির মন আনন্দে নেচে উঠলো। সে রাজার সাথে রাজপ্রাসাদে গেলো এবং সেখানে তার পরিবারের সাথে বসবাস করতে লাগলো।
শিক্ষা: অন্যকে সাহায্য করলে তার উপহার তুমি পাবেই