এক রাজ্যে রিমো নামের এক ছেলে ছিলো, যার একটি বিড়াল ছিলো। সে যেখানে যেতো সেখানেই তার বিড়ালকে সাথে নিয়ে যেতো।
একদিন রিমো তার বিড়ালকে নিয়ে হেঁটে যাচ্ছিলো। দেখলো একটি সাপ দুইটি পাথরের মাঝে চাপা পড়েছে। সাপটিকে উদ্ধার করলো রিমো।
সাপটি রিমোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং তাকে একটি জাদুর আয়না দিলো। রিমো আয়নাটি সবসময় তার সাথে রাখতো।
একদিন একটি কাজে রাজপ্রাসাদে গেলো রিমো। সেখানে রাজকন্যাকে দেখলো সে। রাজকন্যাকে খুব পছন্দ হলো রিমোর।
সে রাজাকে বললো, “আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই।” রাজা জিজ্ঞেস করলেন, “তোমার কি প্রাসাদের মতো বাড়ি আছে?”
রিমো উত্তর দিলো, “না।” রাজা বললেন, “আগে রাজপ্রাসাদের মতো বাড়ি বানাও তারপর তোমাকে রাজকন্যার সাথে বিয়ে দিবো।”
রিমো জাদুর আয়নার ভেতর হাত দিয়ে রাজপ্রাসাদের মতো একটি বাসা খুঁজতে লাগলো। মুহূর্তের মধ্যেই সে রাজপ্রাসাদের সামনে একটি বড় বাড়ি পেয়ে গেলো।
রিমোকে মায়াবী ছেলে ভেবে দ্রুত তাকে জেলখানায় বন্দী করলেন রাজা। কিন্তু রিমোর বিড়াল বন্ধু জেলখানায় তার জাদুর আয়না নিয়ে গেলো।
জাদুর আয়নার ভেতর হাত ঢুকিয়ে রিমো জেলখানার চাবি বের করলো এবং জেলখানা থেকে মুক্তি পেলো।
রাজা বুঝতে পারলেন, “রিমো মায়াবী কোনো মানুষ নই। রিমোর জাদুর আয়না তাকে সব বিপদ থেকে উদ্ধার করে।”
তাই রাজা রিমোর সাথে রাজকন্যার বিয়ে দিলেন।
শিক্ষা: ভালো কাজ করলে ভালো ফল পাবেই