অনেক বছর আগে এক রাজা ছিলেন। তাঁর একটি দুঃসাহসী পুত্র ছিলো। একদিন রাজপুত্র তাদের আস্তাবলে থাকা একটি জাদুর ঘোড়া নিয়ে ঘুরতে গেলেন।
বেশ বিচলিত হয়ে পড়লেন রাজা। কেননা রাজা মনে করতেন, জাদুর ঘোড়াটি ব্যবহার করা তাঁর রাজ্যের জন্য ক্ষতিকর। তাই তিনি এই ঘোড়ার উদ্ভাবকে বন্দী করে রেখেছিলেন।
রাজকুমারকে পিঠে নিয়ে জাদুর ঘোড়ার উড়তে লাগলো। উড়তে উড়তে সে একটু উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে থামলো।
পাহাড়ের চূড়ায় এক ডাইনি পাশে রাজ্যের রাজকুমারীকে বন্দী করে রেখেছিলো। জাদুর ঘোড়ার সাহায্য নিয়ে রাজকন্যাকে মুক্ত করলো রাজকুমার।
রাজকুমার রাজকন্যাকে নিয়ে নিজ রাজপ্রাসাদে ফিরে আসলো। রাজকুমারকে সুস্থভাবে ফিরে আসতে দেখে রাজা আশ্বস্ত হলেন।
রাজকুমার রাজাকে বললো, “মহারাজ, দয়া করে এই ঘোড়ার উদ্ভাবককে আজকেই মুক্ত করে দিন।”
রাজা জিজ্ঞেস করলেন, “কেনো?”
রাজকুমার উত্তর দিলো, “জাদুর ঘোড়ার কারণেই পাশের রাজ্যের রাজকন্যাকে মুক্ত করা সম্ভব হয়েছে। এই ঘোড়াটি আমাদের রাজ্যের ক্ষতি নয় বরং উপকার করবে।”
রাজা ঘোড়ার উদ্ভাবককে মুক্ত করলেন এবং ঘোড়াটি রাজ্যের বিভিন্ন কাজে ব্যবহার করতে লাগলেন।
শিক্ষা: হুটহাট বিচার করা ঠিক নয়