অনেকদিন আগের কথা। এক রাজ্যে একটি রাখাল ছিলো। সে বই পড়তে খুব পছন্দ করতো।
বই পড়ে পড়ে সে প্রচুর জ্ঞান আরোহণ করতো। বই পড়তে পড়তে সে বেশ বিজ্ঞ হয়ে উঠলো। ধীরে ধীরে তার বিজ্ঞতার কথা পুরো রাজ্যে ছড়িয়ে পড়লো।
একদিন তার বিজ্ঞতার কথা রাজার কানে পৌঁছালো। রাজা বিজ্ঞ রাখালকে তাঁর সভায় ডেকে পাঠালেন।
রাজা মশাই রাখালকে বললেন, “আচ্ছা রাখাল… বলো তো, সমুদ্রে কয় ফোঁটা পানি আছে?”
বিজ্ঞ রাখাল উত্তর দিলো, “মহারাজ, যদি পৃথিবীর সকল বাঁধ বন্ধ করে দেওয়া হয়। যদি কোনো বাঁধ থেকে সমুদ্রে এক ফোঁটাও পানি না আসে তাহলেই কেবল এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব।”
রাজা আবার জিজ্ঞেস করলেন, “পৃথিবী বুড়ো হতে আর কত সেকেন্ড সময় লাগবে?”
রাখাল উত্তর দিলো, “একটি ঈগলকে যদি সমুদ্রসম পাহাড় ভাঙতে দেওয়া হয় তাহলে পাহাড়টি ভাঙতে তার যত সময় লাগবে, পৃথিবী বুড়ো হতে ঠিক তত সময় লাগবে।”
রাখালের উত্তরগুলো শুনে রাজা মশাই বেশ খুশি হলেন এবং রাখালকে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন।
শিক্ষা: বই আমাদের জ্ঞানী বানায়