একদেশে এক জ্যোতিষী ছিল। কিছুদিনের মধ্যেই সে বেশ ভালই পসার জমিয়ে তুলল। বহুলোকের বর্তমান ও ভবিষ্যৎ সে গুনে বলে দিয়েছে।
এমন সময় একটা লোক এসে তাকে বলল, “কারা যেন তার ঘরের দরোজা ভেঙে তার জিনিসপত্র সব লুট করে নিয়ে গেছে।”
কথাটা শুনেই জ্যোতিষী চিৎকার করে এক লাফে উঠে ছুটল তার বাড়িতে কী ঘটছে তাই দেখতে।
পাশের একটা লোক অমনি তাকে বলে উঠল, “অন্য লোকের কী ঘটতে যাচ্ছে তা নাকি তুমি গণনা করে বলতে পার—কিন্তু নিজের দুর্ভাগ্যের কথা তুমি আগে থেকে জানতে পার না?”
উপদেশ: পরের ভবিষ্যৎ জানার আগে নিজেরটাও জানা উচিত।