টয়লেট ব্যবহারের পর তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি টয়লেট ফ্লাশ করব এবং হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুবো।সম্ভাব্য উত্তর ২: আমার সাহায্যের প্রয়োজন হলে আমি বাবা-মাকে বলব।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ নিজে নিজে জুতা পরতে তুমি কী করবে? তোমার কোচ তোমাকে নতুন স্কিল শিখতে বললে তুমি কী করবে? খেলা শেষ হলে তুমি কী করবে? মনে করো, তোমার প্রিয় টিভি শো আজকে প্রচার হলো না। তুমি কীভাবে এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াবে?