ঠগ

একদা এক গ্রামে এক চতুর স্ত্রীলোক থাকত। সে ডাইনী সেজে দেবরোষ, অপদেবতার দৃষ্টি রুখতে পারে বলে নানা মন্ত্রতন্ত্র আউড়ে তুক্‌তাক্ দেখিয়ে জড়িবুটি বিক্রি করে বেশ টাকা রোজগার করত।

এভাবে তার প্রচুর টাকা হয়ে গেল। অবশেষে সে ধর্মবিরুদ্ধ কাজ করে বলে একদিন আদালতে অভিযুক্ত হল। বিচারে তার প্রাণদণ্ডের আদেশ দেওয়া হল।

আদালত থেকে যখন লোক বলে উঠল, “কি, গো ভাল মানুষের বেটি, তুমি তুক্‌তাক্ করে নাকি দেবতাদের রোষ রুখতে পার, তা এবার তুমি সামান্য মানুষের সঙ্গে এঁটে উঠতে পারলে না?”

উপদেশ: লোক ঠকানো বেশিদিন চলে না।