একবার এক বাড়িতে প্রচণ্ড ইঁদুরের উৎপাত শুরু হয়ে গেল। তাই দেখে বাড়ির কর্তা এক বিড়াল পুষলো। বিড়ালটি এসেই একটার পর একটা ইঁদুর ধরে মহা আনন্দে খেতে লাগলো।
পর পর কয়েকদিন এইরকম হতে দেখে যেসব ইঁদুররা তখনও বেঁচে ছিল তারা গিয়ে তাদের গর্তের ভেতর লুকালো। বিড়াল তখন আর ইঁদুরদের ধরতে পারলো না, তাই খেতেও পারলো না।
অথচ বাড়িতে ইঁদুরের উৎপাত ক্রমাগত বেড়েই চললো। এবার বেড়ালটা ভেবে ভেবে তখন এক ফন্দি বার করলো।
ঘরের একটা দেওয়ালের ওপর উঠে একটা বড় গোঁজে মরার ভাণ করে ঝুলে রইলো। তখন একটা প্রবীণ ইঁদুর তার গর্ত থেকে উঁকি মেরে তাকে এই অবস্থায় দেখে বললো-
“ও দাদা, তোমার এ চালাকিতে আমরা কিন্তু ভুলছি না, তুমি মরা সেজে গোঁজের মধ্যে ঢুকলেও আমি তোমার কাছে ঘেঁষছি না।”
উপদেশ: অভিজ্ঞমাত্রেই চালাকি ধরে ফেলে।