তরমুজ বেবি মেলনি

একদা এক গ্রামে এক বয়স্ক মহিলা বাস করতো। তার একটি বড় বাগান ছিলো। একদিন সে বাগানে যেতে যেতে দোআ করলো যেনো বাগানে গিয়ে সে চমৎকার কিছু পায়।

তার দোআ কবুল হলো। সেইদিন বাগানে একটি সোনার তরমুজ পেলো মহিলাটি। 

তরমুজটি সে কাটতেই যাচ্ছিলো এমন সময় একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলো বয়স্ক মহিলা। হঠাৎ করে বাচ্চার কান্নার শব্দ শুনে বেশ ভয় পেলো সে।

কিছুক্ষণ খেয়াল করার পর বয়স্ক মহিলা বুঝতে পারলো, কান্নার শব্দ তরমুজের ভেতর থেকে আসছে। তাই সে সাবধানে তরমুজটি ভাঙলো।

তরমুজের ভেতরে ফুটফুটে একটি বাচ্চা দেখতে পেলো মহিলাটি। সে দ্রুত বাচ্চাটিকে তরমুজের ভেতর থেকে বের করলো। বাচ্চাটির নাম দিলো মেলনি।

আদর যত্নে মেলনিকে বড় করতে লাগলো বয়স্ক মহিলা। দেখতে দেখতে মেলনির বিয়ের বয়স হলো।

একদিন মেলনির গ্রামে একটি ছেলে বেড়াতে আসলো। সে মেলনিকে দেখে বেশ পছন্দ করলো।

ছেলেটি মেলনিকে বিয়ে করার জন্য বয়স্ক মহিলার অনুমতি চাইলো। মহিলাটি বেশ খুশি মনে সেই ছেলের সাথে মেলনির বিয়ে দিলো।

বিয়ে করে মেলনি ছেলেটির সাথে তার গ্রামে চলে গেলো কিন্তু সে বয়স্ক মহিলাকে একা ফেলে গেলো না। তাকেও সাথে নিয়ে গেলো।

শিক্ষা: যে তোমার যত্ন করে তাকে কখনো অবহেলা করবে না