তুমি কীভাবে তোমার বাগানের ফুলগুলোর যত্ন নিবে?সম্ভাব্য উত্তর ১: আমি নিয়মিত ফুল গাছগুলোতে পানি দিব।সম্ভাব্য উত্তর ২: ফুল গাছগুলো যেনো পর্যাপ্ত রৌদ পায় সেদিকে খেয়াল রাখব।সম্ভাব্য উত্তর ৩: আমি ফুল গাছের আশেপাশে আগাছা তৈরি হতে দিব না। সম্পর্কিত পরিস্থিতি বিষয়ক সমূহ See More কেউ তোমাকে কোনো উপহার দিলে তুমি কী করবে? অন্ধকারকে ভয় পেলে ভয় কাটানোর জন্য তুমি কী করবে? মনে করো, তুমি ক্ষুধার্ত। কীভাবে তুমি বড়দেরকে বিষয়টি জানাবে? নিজে নিজে জুতা পরতে তুমি কী করবে? তোমার বন্ধু তোমার সাথে তার খেলনা শেয়ার করলে তুমি কী করবে? কোথাও আগুন দেখলে তুমি কী করবে? তোমার কোচ তোমাকে নতুন স্কিল শিখতে বললে তুমি কী করবে? মনে করো, তোমার স্কুলে নতুন কেউ এসেছে (যেমন: শিক্ষার্থী বা শিক্ষক) এবং তাকে বিভ্রান্ত দেখাচ্ছে। এক্ষেত্রে তুমি কীভাবে তাকে সাহায্য করবে? মনে করো, তোমাকে একটি স্বাস্থ্যকর খাবার মেন্যু তৈরি করতে বলা হলো। তুমি সেই মেন্যুতে কী কী খাবার রাখবে? ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে তুমি কী করবে?