তোমার কোচ তোমাকে নতুন স্কিল শিখতে বললে তুমি কী করবে?

সম্ভাব্য উত্তর ১: কোচের নির্দেশনা আমি মনোযোগ দিয়ে শুনব।

সম্ভাব্য উত্তর ২: আমি ধাপে ধাপে স্কিলটি আয়ত্ত করব।

সম্ভাব্য উত্তর ৩: কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমি কোচকে জিজ্ঞেস করব।