নিলু ও সীমা দুই বান্ধবী। দুইজনে দুই রকম। নিলুর যেকোনো নতুন জিনিস শেখা ও জানার প্রতি অপার আগ্রহ। অপরদিকে সীমার যেকোনো কাজের প্রতি অত্যন্ত অনীহা।
দেখতে দেখতে তাদের লেখাপড়া শেষ হয়ে গেলো। সব ধরনের কাজে নিলুর দক্ষতা থাকার কারণে লেখাপড়া শেষ হওয়ামাত্রই সে চাকরি পেয়ে গেলো।
কিন্তু সীমা কিছুতেই চাকরি পাচ্ছিলো না। এভাবে অনেকদিন পার হয়ে গেলো।
চাকরির পাশাপাশি নিলু পুতুল বানিয়ে বাজারে বিক্রি করতো। পুতুল ব্যবসার কাজে নিলু সীমাকে সাহায্য করতে বললো।
সীমা তাতেও রাজি হলো না। এভাবে আরো কয়েক বছর পার হয়ে গেলো। কোনো চাকরি না পেয়ে সীমা হতাশায় ডুবে গেলো।
অবশেষে, সে নিলুর পুতুল ব্যবসার কাজে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলো। নিলুর সাথে পুতুল ব্যবসা করে সীমা টাকা উপার্জন করতে লাগলো।
ধীরে ধীরে তার হতাশা কেটে গেলো। সীমা আরো অনেক কাজে নিজের দক্ষতা অর্জন করতে লাগলো।
শিক্ষা: আমাদের যেকোনো কাজে দক্ষতা অর্জন করা উচিত