একদা এক শহরে এক ধনী লোক বাস করতো। তার দুইটি দামী কলসি ছিলো। একটি সাদা কলসি, আরেকটি লাল কলসি।
একদিন সেই শহরে ভয়াবহ বন্যা হলো। ধনী লোকটির বাসা প্রায়ই ডুবে গেলো। বাসার জিনিসপত্রগুলোও বন্যায় ডুবে যেতে লাগলো।
সাদা কলসিটিও বন্যার পানিতে ডুবে যেতে লাগছিলো। সাহায্যের জন্য “বাঁচাও! বাঁচাও!!” বলে চিৎকার করতে লাগলো সে।
সাদা কলসির চিৎকার শুনে লাল কলসি বললো, “ভয় নাই, বন্ধু। আমি সাঁতার জানি। আমি তোমার প্রাণ বাঁচাবো।”
লাল কলসি সাদা কলসির প্রাণ বাঁচালো। এরপর তারা একটি গাছের খুঁটি ধরে বন্যার পানি কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলো।
পানি কমে গেলে দুই কলসি একসাথে ধনী লোকের বাসায় ফিরে গেলো।
শিক্ষা: বন্ধুর বিপদে সাহায্য করা উচিত