এক গাছে দুই শুঁয়োপোকা ভাই থাকত। একজনের নাম ক্যাটার, আরেকজনের নাম পিলার।
ক্যাটার-পিলার নিজেদের জন্য বেশ মজবুত একটি গুটি বানানোর চেষ্টা করছিল যেনো তারা সবসময় একসাথে থাকতে পারে।
কিন্তু ছোট্ট একটি পাতার উপর একসাথে গুটি বানাতে তারা হিমশিম খাচ্ছিলো। একদিন গুটি বানাতে গিয়ে ছোট ভাই পিলার পাতা থেকে নিচে পড়ে গেলো।
এমন সময় একটি হাতি সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলো। হাতিটি পিলারকে তুলে পাতার উপর রাখলো। আবারো দুই ভাই গুটি বানাতে শুরু করলো।
গুটি বানতে বানাতে হঠাৎ এক ঝড় আসলো। ক্যাটারকে উড়িয়ে নিয়ে গিয়ে একটি নদীর তীরে ফেললো আর পিলারকে একটি মাঠে।
সময় পেরোলো। বড় হলো তারা। এখন ক্যাটার-পিলার একটি পূর্ণাঙ্গ প্রজাপতিতে রূপান্তরিত হয়েছে।
প্রজাপতি হয়ে ক্যাটার-পিলার দুইজনেই সেই হাতিকে খুঁজতে লাগলো। অবশেষে ক্যাটার হাতিটিকে খুঁজে পেলো।
ক্যাটার হাতিকে বললো, “হাতি ভাই, আমাকে চিনতে পারছো? আমি ক্যাটার।”
ক্যাটার ও হাতি কুশলাদি বিনিময় করলো। এরপর ক্যাটার জিজ্ঞেস করলো, “হাতি ভাই, আমি আমার ভাই, পিলারকে খুঁজছি। তুমি কি বলতে পারবে সে কোথায়?”
হাতি উত্তর দিলো, “কী অদ্ভুত কান্ড!! এইমাত্র পিলার তোমার খোঁজ করতে আমার কাছে এসেছিলো।”
এরপর পিলারের দিকে ইশারা করে হাতি বললো, “ঐ দেখো, পিলার।”
ক্যাটার-পিলার একে অপরকে পেয়ে বেশ খুশি হলো এবং আগের মতো একসাথে থাকতে লাগলো।
শিক্ষা: আমরা যতদূরেই যাই না কেনো; পরিবার সবসময় আমাদের সাথে থাকে