এক রাজ্যে এক রাণী ছিলেন। হঠাৎ রাণীর বাবা-মা তাঁর বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠলেন। একথা শুনে রাণী বললেন-
“বিয়ে করতে পারি এক শর্তে। কোনো পাত্র যদি আমাকে এমন ৩টি ধাঁধা জিজ্ঞেস করে যেই ধাঁধাগুলোর উত্তর আমি জানিনা, তাহলে আমি বিয়ে তাকে করবো।”
বিভিন্ন রাজ্য থেকে রাজারা আসলেন কিন্তু তাঁরা বিফল হলেন। তাঁরা রাণীকে যেই ধাঁধাই জিজ্ঞেস করছিলেন, রাণী তৎক্ষণাৎ সেটার উত্তর দিয়ে দিচ্ছিলেন।
অতঃপর ইভান নামের এক কৃষক আসলো রাণীকে বিয়ে করার আশায়। রাণীর শর্ত মোতাবেক সে রাণীকে একটি ধাঁধা জিজ্ঞেস করলো।
প্রথম ধাঁধার উত্তর দিতে ব্যর্থ হলেন রাণী। অসুস্থতার বাহানা করে রাণী তাঁর কক্ষে গেলেন এবং দাসীকে বললেন, “ইভানের কাছ থেকে এই ধাঁধার উত্তর জেনে এসো।”
দাসী উত্তর জেনে আসলো। পরেরদিন রাণী ইভানকে সেই ধাঁধার উত্তর বললেন। এবার ইভান মহারাণীকে দ্বিতীয় ধাঁধা জিজ্ঞেস করলো।
দ্বিতীয় ধাঁধার উত্তরও রাণী জানতেন না। তাই আবারো দাসীর মাধ্যমে উত্তরটি জেনে তিনি ইভানকে বললেন।
তৃতীয় ধাঁধায় ইভান জানতে চাইলো, আগের ধাঁধা দুইটির উত্তর মহারাণী কীভাবে জেনেছেন।
মহারাণী স্বীকার করলেন না যে, তিনি প্রতারণা করে জেনেছেন। বরং তিনি বললেন, “জানিনা কীভাবে জেনেছি।”
এভাবেই ইভান মহারাণীর শর্তে জয় লাভ করলো এবং মহারাণী তাকে বিয়ে করলেন।
শিক্ষা: মিথ্যা চাপা থাকে না, প্রকাশ পেয়ে যায়