ধানক্ষেতের চড়ুই

একদা এক ধানক্ষেতে এক মা চড়ুই পাখি বাসা বানালো। কয়দিন পর সেই বাসায় ডিম পাড়লো সে। ডিম ফুটে একদিন বাচ্চা বের হলো।

প্রতিদিন সকালে চড়ুই ছানাদের রেখে মা চড়ুই খাবারের সন্ধানে বের হতো এবং সন্ধ্যাবেলায় ফিরে আসতো। এরপর সকলে একসাথে পেট ভরে খাবার খেতো।

সবকিছু ভালোই চলছিলো। হঠাৎ একদিন মা চড়ুই খাবারের সন্ধানে গেছে এমন সময় এক লোক এসে তার ছেলেকে বললো-

“বাবা, ধানগুলো তো পেকে গেছে। কালকে প্রতিবেশীদের সাহায্য নিয়ে ধানগুলো কেটে ফেলিস।”

ছেলেটি বললো, “ঠিক আছে, বাবা।”

বাবা ছেলের এই কথোপকথন শুনে এক চড়ুই ছানা বেশ ভয় পেলো। মা বাসায় ফেরার সাথে সাথেই সে মাকে সব বললো।

মা চড়ুই ছানাটিকে আশ্বস্ত করে বললো, “ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের এখনো এখান থেকে যাওয়ার সময় হয়নি।”

দুই একদিন পরে ছেলেটি আবার ধানক্ষেতে আসলো। এসে নিজে নিজেই বললো, “কালকে সকাল সকাল এসে ধানগুলো কেটে ফেলবো।”

মা চড়ুই বাসায় আসার পর চড়ুই ছানাটি আবারো তার মাকে সব জানালো।

সব শুনে মা চড়ুই বললো, “এখন আর আমাদের এখানে থাকা ঠিক হবেনা। লোকটি যখন সিদ্ধান্ত নিয়েছে, সে কাল ধান গাছ কেটে ফেলবে তখন আসলেই কেটে ফেলবে।”

পরেরদিন সকাল তারা সেই ধানক্ষেত থেকে চলে গিয়ে অন্য এক জায়গায় বাসা বাঁধলো।

শিক্ষা: দৃঢ় সংকল্পকারী লোক যা সিদ্ধান্ত নেয় তাই-ই করে