নাক কাটা রাজা

এক রাজার একটি বানর ছিলো। বানরটি সবসময় রাজার সাথেই থাকতো। একদিন একটি মাছি এসে রাজার হাতে বসলো।

বানর মাছিটিকে তাড়ানোর চেষ্টা করলো কিন্তু মাছিটি বার বার ফিরে আসছিলো।

অতিস্ট হয়ে বানর মাছিটিকে মারার সিদ্ধান্ত নিলো। মাছিকে মারার জন্য বানর তাঁর তলোয়ার বের করলো। এবারে মাছিটি উড়ে গিয়ে রাজার নাকে বসলো।

বানর মাছির উপর তলোয়ার চালালো। কিন্তু মাছিটি উড়ে গেলো এবং রাজার নাক দুইভাগ হয়ে গেলো।

এরপর থেকে সবাই রাজাকে “নাক কাটা” রাজা বলে ডাকতো।

শিক্ষা: চালাক বন্ধুর চেয়ে বোকা বন্ধু বেশি ভয়ংকর