নিজের জিনিস গুছিয়ে রাখি

একদা রুবি নামের একটি ছোট্ট মেয়ে ছিলো। সে সবসময় তার জিনিস এলোমেলো করে রাখতো।

যেহেতু সে কখনোই নিজের জিনিস গুছিয়ে রাখতো না, সেহেতু সবসময় যেকোনো জিনিস তাকে খুঁজে নিতে হতো। এতে তার অনেক সময় নষ্ট হতো।

ফলে প্রায়ই তার স্কুলে যেতে দেরি হতো। একদিন তার শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, “রুবি, প্রতিদিন স্কুলে আসতে তোমার দেরি হয় কেনো বলোতো?”

রুবি শিক্ষককে তার স্কুলে আসতে দেরি হওয়ার কারণ বললো। সব শুনে শিক্ষক তাকে বললেন-

“আজকে বাসায় গিয়ে তোমার সব জিনিস গুছিয়ে রাখবে। এক একটি জিনিস রাখার জন্য এক একটি জায়গা নির্ধারণ করবে। তাহলে তোমার আর কোনো জিনিস খুঁজে পেতে অসুবিধে হবেনা।”

শিক্ষকের কথামতো রুবি সেইদিন বাসায় গিয়ে নিজের সব জিনিস গুছিয়ে রাখলো। ফলে পরেরদিন সে সময়মতো স্কুলে পৌছাতে পারলো।

বাসায় এবং স্কুলে সবাই তার প্রশংসা করলো। নিজের জিনিস গুছিয়ে রাখার কারণে রুবির আর কখনোই কোনো কাজে দেরি হতো না।

শিক্ষা: সকল জিনিস জায়গামতো গুছিয়ে রাখলে অনেক কাজ সহজ হয়ে যায়