নিজে নিজে জুতা পরতে তুমি কী করবে? সম্ভাব্য উত্তর ১: আমি উল্টো করে জুতা না পরার চেষ্টা করব। সম্ভাব্য উত্তর ২: আমি বাবা-মাকে বলব আমাকে জুতার ফিতা বাধা শিখিয়ে দিতে। সম্ভাব্য উত্তর ৩: প্রতিদিন আমি নিজে নিজে জুতা পরা প্র্যাকটিস করব। সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ তোমার কোচ তোমাকে নতুন স্কিল শিখতে বললে তুমি কী করবে? পৃথিবী গোল কেন হয়েছে কিন্তু বর্গাকার নয়? কেউ তোমাকে কোনো উপহার দিলে তুমি কী করবে? কেউ ভুল করে তোমার ব্লক টাওয়ার ফেলে দিলে তুমি কী করবে?