নিজে নিজে জুতা পরতে তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি উল্টো করে জুতা না পরার চেষ্টা করব।সম্ভাব্য উত্তর ২: আমি বাবা-মাকে বলব আমাকে জুতার ফিতা বাধা শিখিয়ে দিতে।সম্ভাব্য উত্তর ৩: প্রতিদিন আমি নিজে নিজে জুতা পরা প্র্যাকটিস করব।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ কোথাও আগুন দেখলে তুমি কী করবে? বজ্রপাত কেন হয়? টয়লেট ব্যবহারের পর তুমি কী করবে? তোমার বন্ধু তোমার সাথে তার খেলনা শেয়ার করলে তুমি কী করবে?