নিজে নিজে জুতা পরতে তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি উল্টো করে জুতা না পরার চেষ্টা করব।সম্ভাব্য উত্তর ২: আমি বাবা-মাকে বলব আমাকে জুতার ফিতা বাধা শিখিয়ে দিতে।সম্ভাব্য উত্তর ৩: প্রতিদিন আমি নিজে নিজে জুতা পরা প্র্যাকটিস করব।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ টয়লেট ব্যবহারের পর তুমি কী করবে? মনে করো, তোমার কোনো ভুলের জন্য তুমি লজ্জিত। এক্ষেত্রে তুমি কী করবে? তোমার বন্ধু তোমার সাথে তার খেলনা শেয়ার করলে তুমি কী করবে? তোমার কোচ তোমাকে নতুন স্কিল শিখতে বললে তুমি কী করবে?