পরিশ্রমী পিঁপড়া ও অলস ঘাসফড়িং-এর গল্প

এক ছিলো পরিশ্রমী পিঁপড়া। গরমকালে একদিন সে কাঁধে করে এক টুকরো পনির নিয়ে বাসায় ফিরছিলো। পথে দেখলো, বন্ধু ঘাসফড়িং বসে বসে অলস সময় কাটাচ্ছে।

 পিঁপড়া ঘাসফড়িং-কে বললো, “বন্ধু, শীতের জন্য কিছু খাবার সঞ্চয় করে রাখো।”

“শীত আসতে অনেক দেরি।”, একথা বলে ঘাসফড়িং হো হো করে হেসে উঠলো। ভাবলো, বোকা পিঁপড়া অকারণেই গরমকালে এত পরিশ্রম করছে।

দেখতে দেখতে শীতকাল চলে আসলো। কনকনে শীতের কারণে খাবারের সন্ধানে যেতে পারলো না ঘাসফড়িং।

ক্ষুধায় কাতরাতে লাগলে সে। এসময় তার বন্ধু পিঁপড়ার কথা মনে পড়লো। ঘাসফড়িং পিঁপড়ার কাছে গেলো এবং খাবার চাইলো।

“দুঃখিত, বন্ধু। আমার কাছে সামান্য কিছু খাবার আছে যা শুধুমাত্র আমার পরিবারের জন্য পর্যাপ্ত। আমি যদি তোমাকে খাবার দেই তাহলে আমার পরিবার অনাহারে থাকবে।”, অসহায় পিঁপড়া ঘাসফড়িং-কে বললো।

ঘাসফড়িং বুঝতে পারলো, সে যদি গরমকালে অলসতা না করে খাবার সঞ্চয় করতো তাহলে শীতকালে তাকে ক্ষুধায় কষ্ট পেতে হতো না।

শিক্ষা: ভবিষ্যতের জন্য সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ