একদা এক গ্রামে দুই বন্ধু থাকতো। রাজু ও জনি। রাজু বেশ চটপটে ছিলো এবং সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতো।
অপরদিকে জনি বেশ অলস ও অপরিচ্ছন্ন ছিলো। জনি এতই অলস ছিলো যে, মা বকা না দেওয়া পর্যন্ত সে গোসল করতেও যেতো না।
একদিন রাজু ও জনির স্কুলে পিকনিক আয়োজন করা হলো। পিকনিকে যাওয়ার জন্য তারা বেশ উৎসুক ছিলো।
তাই আগের রাতেই পিকনিকের সব প্রস্তুতি সম্পন্ন করে তারা ঘুমাতে গেলো। সকালে রাজু জনিকে নিতে এসে দেখলো, জনি পেট ব্যথায় কাতরাচ্ছে।
রাজু ও জনির মা দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো, “জনি সবসময় অপরিচ্ছন্ন থাকে তাই তার এমন অসুখ হয়েছে।”
ডাক্তার জনিকে ঔষধ দিলো এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পরামর্শ দিলো। সেইসাথে ডাক্তার আরো বললো, “তিনদিন তোমাকে পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে।”
তাই স্কুলের পিকনিকে আর যাওয়া হলো না জনির। এবং জীবনমুখী এই শিক্ষার জনিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সাহায্য করলো।
শিক্ষা: পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অসুখ থেকে দূরে থাকা যায়