পিঁপড়া ও কবুতরের গল্প

একদিন এক পিঁপড়া নদীর তীরে পানি খেতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গেলো। ডুবে যেতে লাগলো সে।

এক কবুতর নদীর তীরের একটি গাছে বসেছিলো। সেই পিঁপড়াটিকে দেখতে পেলো। পিঁপড়াকে বাঁচাতে একটি পাতা ছিঁড়ে কবুতরটি পানিতে ফেললো।

পিঁপড়াটি পাতায় উঠে নিজের জীবন বাঁচালো। কিছুক্ষণ পরই সেখানে এক শিকারি আসলো।

শিকারি গাছের ডালে বসে থাকা কবুতরটির দিকে তির ধনুক তাক করলো। পিঁপড়া সেটা দেখলো।

পিঁপড়া দ্রুত গিয়ে শিকারির পায়ে কুটুস করে কামড় দিলো। ব্যথায় চিৎকার করে উঠলো শিকারি।

সেই চিৎকার শুনে কবুতর উড়ে গেলো। এভাবে তার প্রাণ বাঁচলো।

শিক্ষা: অন্যের উপকার করলে তোমারও উপকার হবে