পিঁপড়েরা আগে এমন চোর ছিল না। প্রথম দিকটায় তারা মানুষের মতই ব্যবহার করতো। মানুষের মতই চাষবাস করত এবং সৎ জীবন-যাপন করত।
কিন্তু তারা নিজেদের পরিশ্রমলব্ধ জিনিসে সন্তুষ্ট না থেকে লোভে পড়ে অপরের দ্রব্য চুরি করতে শুরু করল।
দেবতা জিউস তাদের এই মতিগতি দেখে তাদেরকে আমরা এখন যে ছোট ছোট পিঁপড়ে দেখি সেই কীট-এ পরিণত করলেন।
পিঁপড়েদের দেহ পাল্টে গেল। তবুও তাদের স্বভাব পাল্টালো না—এদিকে ওদিকে ঘুরে ফিরে এখনও তারা সেই আগের স্বভাব মতই অপরের শ্রমলব্ধ যব-গমের দানা, চিনি, গুড় সব চুরি করে নিজের বাসায় নিয়ে যায়।
উপদেশ: শাস্তি পেলেও দুর্জনদের স্বভাব বদলায় না।